বাদশাহ শাহজাহান:কিশোরগঞ্জ উপজেলার ১নং বড়ভিটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আজিজুল ইসলামের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা।
আজ দুই জানুয়ারি/২৫ বৃহস্পতিবার সকাল ১১ হতে দুপুর ১২টা ঘন্টা ব্যাপী ভূমি অফিসের সামনে জলঢাকা-রংপুর মহাসড়কে রাস্তার দু'পাশে দাঁড়িয়ে দুইটি মাইক লটকিয়ে ভুক্তভোগীরা তার সীমাহীন দুর্নীতি ও অনিয়মের বিভিন্ন অভিযোগ করে বক্তব্য প্রদান করেন। এসময় বক্তারা তাঁর খুটির জোর কোথায় জানতে চান । জমির খাজনা দিতে গেলে রশিদের উল্লেখ করেন যত টাকা, তার চেয়ে ২০ থেকে ২৫ গুন বেশি টাকা নিয়ে থাকেন আজিজুল ইসলাম। এভাবে তার চাকুরীর মেয়াদকাল অসহায় সহজ-সরল লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। দেখার জন্য কেউ নাই। বিগত সরকারের প্রভাবশালী ব্যক্তির দাপট দেখিয়ে তিনি লাগামহীন দুর্নীতি করার দৃষ্টতা দেখিয়েছেন। প্রতিবাদ করলে তিনি সাধারণ মানুষজনের সাথে দুর্ব্যবহার করতেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবি করেন ভুক্তভোগী মানববন্ধনকারীরা। মানববন্ধন শেষে ওই ইউনিয়ন ভূমি অফিসের সামনে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করে কিছুক্ষণ বক্তব্য রাখেন অনেকই। অভিযুক্ত আজিজুল ইসলাম অফিসে আসেননি। অভিযোগের বিষয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আজিজুল ইসলামের সাথে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগ করা হলে, তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক জানান, মানববন্ধন করেছেন শুনেছি , তবে আজিজুল ইসলামকে ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নে বদলী করা হয়েছে।