বদিউজ্জামান বুলেট (জলঢাকা): নীলফামারীর জলঢাকা জাগ্রত তরুণ ক্রীড়া সংঘের আয়োজনে,আজ শুক্রবার বিকাল ৩ টায় জলঢাকা ষ্টেডিয়াম মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি প্রমিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন নীলফামারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং নীলফামারী জেলা জর্জ কোর্টের (p.p) এডভোকেট আল মাসুদ, সভাপতিত্ব করেন আখতারুল ইসলাম রিয়াদ এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম। কৈমারী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান কহিনুজ্জামান লিটন, ছাত্রদল উপজেলা সভাপতি মমতাজুল মিঠুসহ আমন্ত্রিত অতিথিগন উপস্থিত ছিলেন। বগুড়া মহিলা ফুটবল দল বনাম লালমনিরহাট মহিলা ফুটবল একাদশ এর মধ্যে অনুষ্ঠিত খেলায় ০২-০১ গোলে লালমনিরহাট মহিলা দল বিজয় লাভ করে।