আসাদুজ্জামান, জলঢাকা (নীলফামারী) সংবাদদাতাঃ
নীলফামারীর জলঢাকায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯জানুয়ারি) জলঢাকা আবু সাঈদ চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচির আয়োজন করে জলঢাকা বিএনপির উপজেলা শাখা ও পৌর শাখা।
প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন বিএনপি এখন আগের চেয়ে অনেক শক্তিশালী তাই সবাই কে নির্বাচন পর্যন্ত এক হয়ে থাকার আহ্বান করেছেন।তিনি আরো বলেন সমন্বয়ক ছাত্রদের প্রতি আমাদের ভালোবাসা, স্নেহ আছে ভবিষ্যতেও থাকবে তবে কোন অন্যায় করলে ছাড় দেওয়া হবে না।
আরো উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা সাংগঠনিক সম্পাদক সেবু চৌধুরী,বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতিদলের উপজেলা সভাপতি আলমগীর হোসেন, পৌর সাংগঠনিক সম্পাদক এটিএম আউয়াল প্রমূখ।