Thursday, January 2, 2025

পাঠ্যবইতে উঠে এল জুলাই ‘শহীদদের বীরত্ব’, একই অধ্যায়ে মুজিব-জিয়া

তিস্তা নিউজ ডেস্ক:বাংলাদেশের গণ আন্দোলনের ইতিহাসে জোর কদমে ঢুকে যাওয়া জুলাই-অগাস্ট গণ আন্দোলনের ইতিহাস যেমন নতুন শিক্ষাবর্ষের নতুন বইগুলোতে তুলে ধরা হয়েছে, তেমনি মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক একই অধ্যায়ে লেখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কথাও।

ইতিহাসের বাঁকবদলের এমন সব ঘটনাবলী তুলে ধরা হয়েছে আগের শিক্ষাক্রম বাদ দিয়ে পরিমার্জিত ও পরিবর্তিত নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইগুলোতে।নতুন বইতে উঠে এসেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দেড় দশকের সরকার পতনে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের নিয়ে রচিত ‘শহীদদের বীরত্বগাঁথা’।


আর বাদ পড়েছে আন্দোলনের জনরোষের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বাণী ও ছবি। যুক্ত হয়েছে জুলাই-অগাস্ট আন্দোলনের গ্রাফিতি।

প্রাথমিক থেকে মাধ্যমিকের বইতে এসব পরিবর্তনের মধ্যে ইতিহাস শেখাতে শিশু-কিশোরদের জন্য তুলে ধরা হয়েছে দেশের স্বাধীনতা সংগ্রামের প্রধান কান্ডারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ। নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা।বইতে আছে শেরেবাংলা এ কে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কথাও। আছেন মুজিব নগর সরকারের নেতৃত্ব দেওয়া তাজউদ্দীন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী, এ এইচ এম কামারুজ্জামান ও খন্দকার মোশতাক আহমেদের কথা। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কর্নেল এম এ জি ওসমানীর কথা এসেছে বইতে।

অপরদিকে মুক্তিযুদ্ধে দেশি-বিদেশি সহায়তা ও পাকিস্তানের পক্ষে কোন দেশ অবস্থান নিয়েছিল সেগুলোও বইতে রয়েছে। যুক্তরাষ্ট্র ও চীন যে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল-সে ইতিহাসও প্রতিফলিত হয়েছে বইতে। স্বাধীনতা সংগ্রামে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাহায্যের ইতিহাসও এসেছে বইতে। মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর চার হাজার অফিসার ও জোয়ানের আত্মত্যাগের ইতিহাসও আছে বইতে।আছে স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের বন্ধু ‘বিটলস’ খ্যাত গিটারিস্ট জর্জ হ্যারিসনের সেই ‘কনসার্ট ফর বাংলাদেশের’ ইতিহাস।

নতুন পাঠ্যবইতে ইতিহাস অংশে পরিবর্তন আনতে জোর দেওয়ার কথা আগেই বলেছিলেন বই ছাপানোর দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠান এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান।


শেয়ার করুন