Sunday, January 26, 2025

ফিজিক্স অলিম্পিয়াডে রংপুর বিভাগে চ্যাম্পিয়ন খালিদ সাইফুল্লাহ সাফাত



মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজ


ফিজিক্স অলিম্পিয়াড২০২৫ এ রংপুর বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে খালিদ সাইফুল্লাহ সাফাত। গত ২৪ জানুয়ারি দিনাজপুর জেলা স্কুলে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগের বিভিন্ন স্কুলের সহস্রাধিক ক্ষুদে ফিজিক্স ম্যাগনেটদের হারিয়ে সাফাত চ্যাম্পিয়ন হওয়ার এ বিরল কৃতিত্ব অর্জন করে। সাফাত রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেনীর ছাত্র।

উল্লেখ্য যে, খালিদ সাইফুল্লাহ সাফাতের গর্বিত পিতা জলঢাকা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব সেলিমুর রহমান। জলঢাকার গর্ব খালিদ সাইফুল্লাহ সাফাত বিজ্ঞান চর্চায় অনেকদূর যাবে বলে অলিম্পিয়াড সংশ্লিষ্ট সকলে মনে করছেন।


শেয়ার করুন