Monday, January 27, 2025

জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আকবর আলীসহ ৩ জনের বিদায়ী সংবর্ধনা

 

ইউএনও জায়িদ ইমরুল মোজাক্কিন 

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ

নীলফামারীর জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আকবর আলীসহ  আরও ২ জনকে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ওই দুজনের মধ্যে সহকারী শিক্ষক মাওলানা ফজলে রাব্বি এবং অন্যজন হলেন অফিস সহায়ক শাহ আলম। 

এ উপলক্ষে সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।

শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিদায়ী সিনিয়র শিক্ষক আকবর আলী, সহকারী প্রধান শিক্ষক পাপড়ী বেগম এবং অন্যান্য শিক্ষকদের মধ্যে মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আব্দুল লতিফ,মিঠুল চৌধুরী, তৈবুর রহমান বিএসসি, আতাউর রহমান, গোলজার হোসাইন সাগর ও আবুল কালাম আজাদ বাবু প্রমুখ। এর আগে বিদায়ী ওই শিক্ষককের হাতে ফুল এবং ক্রেস দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে সহকর্মীরা গাড়িতে করে বিদায়ী শিক্ষক ও কর্মচারীকে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেন।

শেয়ার করুন