Saturday, January 25, 2025

জলঢাকায় স্বেচ্ছাসেবী সংগঠন 'বন্ধন' এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 


বদিউজ্জামান (জলঢাকা) ঃ নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডায় বন্ধন সামাজিক সংগঠন এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টি- শার্ট, ক্রেস্ট বিতরণ ও ইসলামিক কনসার্ট আয়োজন করা হয়েছে।

আজ শনিবার বিকাল তিনটায় প্রোগ্রামের শুভ উদ্ভোধন ঘোষণা করেন, জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেজবাহুর রহমান মেজবাহ। 'বন্ধন' এর সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদ এর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠাতা পরিচালক রায়হান।

আবুল হোসেন বিএসসি'র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফী সভাপতি রাবেয়া চৌধুরী মহিলা কলেজ। বরেন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোয়াম্মার আল হাসান উপজেলা সেক্রেটারি জামায়াতে ইসলামী জলঢাকা, জনাব কামারুজ্জামান,সমাজ সেবা অফিসার জলঢাকা,জনাব ফয়সাল মুরাদ সাবেক ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান চেয়ারম্যান গোলমুন্ডা ইউনিয়ন, জেলা শিবিরের সভাপতি তাজামুল হাসান সাগর,জামায়াতের ইউনিয়ন আমীর মাওলানা আবুল কালাম আজাদ,আসফ এর প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার শেফাউল আলম,ওমর ফারুক  প্রমূখ।


শেয়ার করুন