Wednesday, January 15, 2025

জলঢাকায় রিপোর্টার্স ইউনিটির কম্বল বিতরণ

 


মাহমুদ আল-হাছান তিস্তা নিউজ :  নীলফামারীর জলঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দুঃস্থ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়। আজ বুধবার জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কম্বল বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সিনিয়র সাংবাদিক জনাব শামসুজ্জামান সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলার সম্মানিত নায়েবে আমীর জনাব আলহাজ্ব কামরুজ্জামান ও জলঢাকা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক জনাব আমিনুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। 

জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক জনাব রমজান আলী, সাংগঠনিক সম্পাদক জনাব আসাদুজ্জামান সহ রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য ও অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরন করেন।


শেয়ার করুন