Sunday, January 26, 2025

এবার চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করছেন মির্জা ফখরুল

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  সোমবার বেলা ১২টায় রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে যাবেন বিএনপি মহাসচিব।  

বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির।   

ধারণা করা হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে এই দুই নেতার সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে নতুন কোন বার্তা দিচ্ছে।

এর আগে গত মঙ্গলবার বরিশালের চরমোনাই মাদ্রাসায় গিয়ে মুফতি সৈয়দ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরে তারা যৌথ সংবাদ সম্মেলন করেন।  


সূত্র ঃ দৈনিক যুগান্তর।


শেয়ার করুন