Sunday, January 26, 2025

ঢাবি প্রো-ভিসি ক্ষমা না চাইলে বাসভবন ঘেরাও

 


ঢাবি প্রতিনিধি ঃ ঢাবি অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের ঘটনায় ১ ঘণ্টার মধ্যে ঢাবি প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রকাশ্যে ক্ষমা না চাইলে তার বাসভবন ঘেরাও করা হবে।

রোববার (২৬ জানুয়ারি) রাতে সায়েন্সল্যাব মোড়ের অবরোধ কর্মসূচি থেকে সাত কলেজ শিক্ষার্থীরা এ ঘোষণা দিয়েছেন।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পয়েন্ট আব্দুর রহমান বলেন, আগামী ১ ঘণ্টার মধ্যে প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদ সাত কলেজ শিক্ষার্থীদের কাছে রাস্তায় এসে ক্ষমা না চাইলে শিক্ষার্থীরা তার বাসভবন ঘেরাও করবে।

তিনি বলেন, এখনও সায়েন্সল্যাব অবরোধ করা আছে। সবাই ঢাকা কলেজের সামনে আসুন। ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত সাত কলেজ শিক্ষার্থীরা আজ নির্ঘুম থাকবে। অস্তিত্বের প্রশ্নে সবার বিছানা আজ রাস্তা।

আব্দুর রহমান বলেন, ঢাবি প্রো-ভিসি সাত কলেজ শিক্ষার্থীদের কাছে সরাসরি ক্ষমা চাওয়ার আগে কোনো আপস চলবে না। এতক্ষণ আমরা পাঁচ দফা বললেও এখন ছয় দফা দাবি জানাচ্ছি।



শেয়ার করুন