Wednesday, January 8, 2025

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত

 
                    বখতিয়ার আহমেদ 

দিনাজপুর প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির নামে নানা অভিযোগের কারণে তার সাধারণ সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দিনাজপুর জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদকে দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।


শেয়ার করুন