তিস্তা নিউজ ডেস্ক ঃ ইবতেদায়ি মাদরাসাগুলো এমপিও ভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম। তিনি জানান, ইবতেদায়ী মাদরাসার জন্য দুটি উদ্যোগ নিয়েছি। প্রথম ধাপ হিসেবে এমপিওভুক্ত করা এবং এসব মাদ্রাসায় বিল্ডিং কনস্ট্রাকশন করা। দ্বিতীয় ধাপে ইবতেদায়ি মাদরাসা শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালুর উদ্যোগ ও মিড ডে মিল চালুর প্রজেক্ট নেওয়া।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে সচিবালয়ের সভা কক্ষে শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সচিব বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইবতেদায়ি মাদরাসাগুলোতে এক ধরনের করুণ পরিস্থিতি বিরাজ করছে। ছোট বেলায় আমাদের গ্রামে একটি ইবতেদায়ি মাদরাসা ছিল, বর্তমানে সেটি বন্ধ হয়ে সেখানে বাজার বসছে। এসব মাদরাসাগুলো বাঁচানো দরকার।