Wednesday, January 15, 2025

কুড়িগ্রামে আগামীকাল ‘মার্চ ফর ফেলানী’

 

সীমান্তে সব হত্যাকাণ্ডের বিচার এবং সীমান্তহত্যা বন্ধের দাবিতে ‘মার্চ ফর ফেলানী’ যৌথ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

জেলা প্রতিনিধি কুড়িগ্রাম ঃ বাহিনী থেকে রাষ্ট্রীয় পর্যায়ে বৈঠক এবং আশ্বাসের পরেও বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক নিরস্ত্র বাংলাদেশিদের গুলি করে হত্যার ঘটনা থামছে না। বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা ‘শূন্যের কোঠায়’ নামিয়ে আনার প্রতিশ্রুতি একের পর এক হত্যাকাণ্ডে অসার প্রমাণ হচ্ছে। সীমান্তে সব হত্যাকাণ্ডের বিচার এবং সীমান্তহত্যা বন্ধের দাবিতে ‘মার্চ ফর ফেলানী’ যৌথ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

বৃহস্পতিবার সকাল ৯টায় কুড়িগ্রাম শহরের কলেজমোড় থেকে জেলার নাগেশ্বরী উপজেলার সীমান্তবর্তী রামখানা ইউনিয়নে ফেলানীর বাড়ি অভিমুখে এই পদযাত্রা কর্মসূচি পালন করবে সংগঠন দুটি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা থেকে জানানো হয়েছে, ফেলানীসহ সীমান্তে সব হত্যাকাণ্ডের বিচার এবং বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের দাবিতে ‘মার্চ ফর ফেলানী’ কর্মসূচি সফল করা হবে। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সদস্যসচিব আরিফ সোহেল, দফতর সম্পাদক জাহিদ আহসান ও সমন্বয়ক রিফাত রিদওয়ানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

শেয়ার করুন