তিস্তা নিউজ ডেস্ক : চীনে এবার নতুন ভাইরাস ছড়িয়ে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে হিউম্যান মেটানিউমোভাইরাসের (এইচএমপিভি) নামে একটি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের পাঁচ বছর পর দেশটিতে আবারও নতুন করে মহামারির শঙ্কা জেগেছে।
তবে বিষয়টি নিয়ে আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী। তার কথায়, এই রোগে মৃত্যুর সংখ্যা নগণ্য। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘এশিয়ার চীন, ভারতসহ বেশ কিছু দেশে এইচএমপিভি বা হিউম্যান মেটানিউমোভাইরাসের প্রকোপ দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে নতুন করে আতঙ্ক দেখা দেওয়ার অবস্থা তৈরি হতে পারে। অনেকে কোভিড ১৯-এর কথা মনে করছে।’