হাতীবান্ধা প্রতিনিধি ঃ লালমনিরহাটের হাতীবান্ধার চাঞ্চল্যকর এক কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি শাহরিয়ার নাফিসকে (২২) গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার আশুলিয়া থানার কুমকুমারি এলাকা থেকে র্যাব-৪ এর সদস্যরা তাকে গ্রেফতার করে। এসময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়।
গ্রেফতার শাহরিয়ার হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, গত বছর ১০ ফেব্রুয়ারি শাহরিয়ার কয়েকজন সঙ্গীসহ বাড়ি থেকে ওই কিশোরীকে অপহরণ করে। এর ৫ দিন পর কিশোরীর বাবা বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
এ বিষয়ে হাতিবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী শাহরিয়ারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঞ্চল্যকর কিশোরী অপরহরণ মামলার প্রধান আসামি শাহরিয়ার নাফিসকে র্যাব গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। আমরা ইতোমধ্যে তাকে আদালতে সোপর্দ করেছি।