বদিউজ্জামান জলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় ব্যবসায়ীদের সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) এর উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আব্দুর রাজ্জাক রিংকুর সভাপতিত্বে ও হামীমুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IBWF এর নীলফামারী জেলার উপদেষ্টা মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। তিনি বলেন বিগত সরকার দেশের ব্যাংকিং খাতে যে লুটপাট চালিয়েছে তা দিয়ে এদেশের কয়েক লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ীদের সাবলম্বী করা যেত। তিনি আরো বলেন, বিগত সরকার আমলে এক ছদ্মবেশি দরবেশ এদেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সৎ ব্যবসায়ী তৈরি করতে হবে।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন IBWF এর জেলা সেক্রেটারি সুলতান মাহমুদ।
সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা জামায়াতের আমীর এবং IBWF এর উপজেলা প্রধান উপদেষ্টা মোখলেছুর রহমান মাষ্টার, উপজেলা নায়েবে আমীর ও প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, পৌর জামায়াতের আমীর মাওলানা মোজাম্মেল হক, সাবেক পৌর আমীর হাজী মকবুল হোসেন সহ অনেকে। সভায় উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভার শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিল।
ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে উপজেলা ও পৌরসভার কমিটি ঘোষণা করা হয়।