Monday, January 27, 2025

আল কোরআনের বিচার চালুর দাবি মামুনুল হকের

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসিচব মাওলানা মামুনুল হক বলেছেন, বৈষম্যমূলক ব্রিটিশ ব্যবস্থা ভেঙে আল কোরআনের বিচার চালু করতে হবে। আল্লাহর আইন দিয়ে বিচারকাজ চলবে এই দেশে।

গত শনিবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে এলাকায় উলামা পরিষদের সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলনে ‘ন্যায়বিচার প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ’ বিষয়ের ওপর বিস্তারিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, দেশের ৯০ শতাংশ মুসলমান তাই চলবে ইসলাম অনুযায়ী। কোরআন হবে আমাদের সংবিধান। স্কুলগুলোতে সব বিষয়ের শিক্ষক আছেন। এমনকি নৃত্য শেখানোর জন্যও, কিন্তু কোরআন শেখানোর জন্য শিক্ষক নেই। এ আইন রাষ্ট্রীয়ভাবে চলতে পারে না।

দু’দিনব্যাপী সীরাতুন্নবী (সা.) মহাসম্মেলনে মামুনুল হক ছাড়াও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বক্তব্য দেন। এদিকে নিরাপত্তার জন্য মাঠে দেড় শতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেছেন বলে জানান আয়োজকরা।

উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদের সভাপতি মাওলানা মঈনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা নুরুল্লাহ সফি পরিচালনা করেন। অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন আল্লামা রশীদুর রহমান ফারুক, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, শায়খ তাহমীদুল মওলা, মাওলানা লোকমান সাদি, মাওলানা জাবের আল হুদা চৌধুরী, মুফতি আফজাল হোসান রাহমানী


শেয়ার করুন