Sunday, January 12, 2025

ইসলামিক প্রশ্নোত্তর




তিস্তা নিউজ ডেস্ক ঃ প্রশ্ন : আমি আমার স্ত্রীকে মাঝে মাঝে রাগের সময় বলি যা খুশি করো, তোমাকে কোনো কিছুতে আমি জোড় করছি নাকি। মন চায় থাকো, না চায় না থাকো। এখানে আমার উদ্দেশ্য হয়, আমার কাছে থাকো না হয় বাপের বাড়ি চলে যাও? এতে কি কোনো তালাক হয়েছে?



উত্তর ঃ উত্তর : যে কোনো উদ্দেশ্যে এমন কথা বললে তালাক হয়ে যায় না। সুনির্দিষ্টভাবে তালাক দেওয়ার নিয়তে বললে প্রাথমিক এক তালাক হয়। যেক্ষেত্রে স্ত্রীকে গ্রহণ করলেই আবার সব ঠিক হয়ে যায়। তবে সাধারণত এমন কথার দ্বারা তালাক উদ্দেশ্য করা হয় না। এটি টুকটাক ঝগড়া ও সংশোধনের ভাষা। তালাকের নয়।

উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে পারেন tistanews25@gmail.com

শেয়ার করুন