আসাদুজ্জামান জলঢাকা :
নীলফামারীর জলঢাকা উপজেলা কৈমারী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শহীদ মাওলানা মমতাজ উদ্দিন স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াতের কৈমারী ইউনিয়নের সকল রোকন ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৪ থেকে রাত ৭.৩০ পর্যন্ত কৈমারী ইউনিয়নের গাবরোল বালাপাড়ায় অনুষ্ঠিত হয়। কর্মসূচির বাস্তবায়ন করেন জামায়াতে ইসলামী কৈমারী ইউনিয়ন শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য,রাখেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও নীলফামারী জেলা শাখার আমীর মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তার। তিনি বলেন গত ১৫ বছর স্বৈরাচার শেখ হাসিনা জামায়াতের অসংখ্য কর্মীকে পুলিশ ও র্যাব দাঁড়া গুম, খুন করেছেন। এরই ধারাবাহিকতায় পুলিশের গুলিতে শহীদ হয়েছেন মাওলানা মমতাজ উদ্দিন। তিনি আরো বলেন ফেসিস শেখ হাসিনা দেশের অসংখ্য মানুষকে পঙ্গু ও অন্ধ করে দিয়েছেন। সর্বশেষে তিনি শহীদ মমতাজ উদ্দিনের জন্য দোয়া ও তার পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ধারণ করার আহবান করেন।
এ সময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম,জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক প্রভাষক ছাদের হোসেন, জামায়াতের নীলফামারী জেলা শাখার সূরা সদস্য ও নীলফামারী ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, জলঢাকা উপজেলা আমীর মুখলেসুর রহমান মাস্টার, জলঢাকা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান, ,জলঢাকা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুম সহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল আজিজ, সঞ্চালনায় ছিলেন সাইবার রহমান মাষ্টার ।