Wednesday, January 8, 2025

জলঢাকার মীরগঞ্জে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন

 

বদিউজ্জামান (জলঢাকা):  নীলফামারী জলঢাকায় মীরগঞ্জ ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধন করা হয়েছে আজ বুধবার সকাল ১১ ঘটিকায়। ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি নুর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাষ্টার, আমন্ত্রিত অতিথি ছিলেন রংপুর মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিগত সরকার সারাদেশে জামায়াতের অফিস গুলো বন্ধ করে আমাদের নেতা কর্মীদের উপর জুলুম নির্যাতন করেছে। আলহামদুলিল্লাহ দীর্ঘ ১২ বছর পর আমরা সারাদেশে অফিসে বসে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারছি। ওবায়দুল্লাহ সালাফী বলেন এই অফিস থেকে অত্র অঞ্চলে ইসলামী আন্দোলনের মজবুত ভিত্তি গঠন করতে হবে, তিনি আরো বলেন জুলাই অভ্যুত্থানের চেতনা বুকে ধারণ করে আগামী পার্লামেন্ট নির্বাচনসহ সকল নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করে দেশবাসীকে ইনসাফ পূর্ণ একটি সম্বৃদ্ধশালী দেশ উপহার দিতে হবে। এলক্ষ্যে জামায়াতের নেতা কর্মীদের এখন থেকে মাঠে ভূমিকা পালন করতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব মোঃ কামারুজ্জামান, সাবেক ইউনিয়ন আমীর আলহাজ্ব এনামুল হক বিএসসি, আতিউর রহমান মাষ্টার, ডাঃ ফিরোজুল হক সহ নেতা-কর্মীরা। 

শেয়ার করুন