Thursday, January 16, 2025

অবিলম্বে ঘোষণাপত্র প্রকাশের তারিখ ঘোষণার দাবি



 তিস্তা নিউজ ডেস্ক ঃ সরকারের বিরুদ্ধে অনীহার অভিযোগ তুলে আগামী জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের তারিখ অবিলম্বে ঘোষণার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। তারা বলেন— সরকারের বৈধতার জন্যও এই ঘোষণাপত্রের প্রয়োজন, তাই দ্রুত তারিখ ঘোষণা করতে হবে।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। 

লিখিত বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেন, গত ১৫ দিনে প্রোক্লেমেশন ইস্যুতে সরকারের পক্ষ থেকে তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপও শুরু করেনি। আমরা সরকারের এই অনীহা ও ধীরগতির তীব্র নিন্দা জানাই।

তিনি আরও বলেন, সরকারকে মনে রাখতে হবে, খোদ তার নিজের বৈধতার স্বীকৃতির জন্যই অবিলম্বে জুলাই প্রোক্লেমেশন জারি করা দরকার। বিদ্যমান সংবিধানের ১০৬ অনুচ্ছেদের মতো আইনি বাধ্যবাধকতাহীন অনুচ্ছেদ এই সরকারের বৈধতার পূর্ণাঙ্গ ভিত্তিমূল হতে পারে না।

সরকারের পক্ষ থেকে ১৫ জানুয়ারির আল্টিমেটামের আগের দিন জানানো হয়, তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেন, সরকারের উচিত জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট ধারণ করে প্রোক্লেমেশন প্রস্তুত করা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন মতপার্থক্য ভুলে বাংলাদেশের স্বার্থে এক হয়ে কাজ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ, মুখপাত্র উমামা ফাতেমাসহ আরও অনেকে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আজকের বৈঠকে ঐকমত্যের ভিত্তিতে একটি তারিখ নির্ধারণ করা হবে। যত দ্রুত সম্ভব ঘোষণাপত্র জারি করা উচিৎ।


শেয়ার করুন