Sunday, January 5, 2025

গ্রেপ্তারের পর কারাগারে রাজারহাট আওয়ামী লীগের সভাপতি

 

কুড়িগ্রাম প্রতিনিধি কু‌ড়িগ্রা‌মের রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু নুর মো. আখতারুজ্জামানকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার দুপু‌রে উপ‌জেলার সদর ইউনিয়‌নের ওপেনচৌকি গ্রাম থে‌কে তা‌কে গ্রেপ্তার করা হয়েছে বলে রাজারাহাট থানার ও‌সি মো. রেজাউল ক‌রিম রেজা জানান।

৬২ বছর বয়সি আবু নুর ওই গ্রা‌মের মৃত শাহের উদ্দিনের ছেলে।

ও‌সি বলেন, “রাজারহা‌ট বাজা‌রের এক‌টি দোকান ভাঙচুর, লুটপাট ও অ‌গ্নিসং‌যো‌গের মামলায় এজাহারভুক্ত এক নম্বর আসামি আবু নুর।

“বিকালে কুড়িগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদাল‌তে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠান।”

শেয়ার করুন