Tuesday, January 7, 2025

রাজধানীর পল্টনে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ রাজধানীর পুরানা পল্টনে চারতলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। আজ মঙ্গলবার সকাল ৯টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাজধানীর পুরানা পল্টনে মানিকগঞ্জ হাউজ নামের ভবনটির দ্বিতীয় তলার একটি ল চেম্বারে এই অগ্নিকাণ্ড ঘটে। সকাল ৯টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৯টা ২৪ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুনে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



শেয়ার করুন