গত সোমবার রাতে সদর উপজেলার বড়বাড়ী সোনালী ব্যাংকের উপশাখায় ডাকাতির এই চেষ্টা চালানো হয়।
স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে সদর উপজেলার বড়বাড়ী সোনালী ব্যাংকের উপশাখার পিয়ন টের পেয়ে চিৎকার দেন। পরে এলাকাবাসী ছুটে এলে ব্যাংকের পেছনের দেয়ালে সুড়ঙ্গ দেখতে পান।
এ সময় স্থানীয়রা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তারা এসে পুরো এলাকা ঘিরে রাখেন। বড়বাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজমুল হুদা লিমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাংকের পেছন দিক থেকে সিঁধ কাটা হয়েছে।
সোনালী ব্যাংক পিএলসি বড়বাড়ী শাখার ব্যবস্থাপক রাজু মিয়া বলেন, ঘটনা টের পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে খরব দিই। তবে ব্যাংকের কোনো আর্থিক ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেন তিনি।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরনবী বলেন, এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।