ধর্ম বিহীন শিক্ষা কখনই আদর্শ নৈতিক শিক্ষা দিতে পারে না!
তেমনি পারেনা ধর্মহীন বিদেশী কালচার, কখনও অন্য আর একদেশের সমাজ গঠন করতে!
দেশের সামাজিক আর রাষ্ট্রীয় অবক্ষয়ের দিকে তাকালেই তা বোঝা যায়!
সন্তান আপনার, তাকে আদর্শরুপে গঠন করার দায়িত্বও আপনার। আপনার পরিচর্যাই বলে দিবে " সন্তান আদর্শ হবে, নাকি নষ্ট কোন কীট "।
আমরা টাকা আর ক্যারিয়ারের পিছনে ছুটতে ছুটতে আর বিদেশি কালচারে নিজেকে ও সন্তানদের গা ভাসিয়ে দিতে দিতে ধর্ম থেকে যতোটা দুরে সরে গেছি, ঠিক ততটাই ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছি।
এখন সময় এসেছে পরিবার কেন্দ্রীক ধর্মীয় চর্চার, নৈতিকতা ধারন করার।
নইলে প্রস্তুতি নিতে হবে ধ্বংসের গহ্বরে পতিত হতে।