বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় মাগুরা নোমানী ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এখন বৈষম্যবিরোধী আন্দোলন চলছে। আমরা সবাই বৈষম্যের বিরুদ্ধে। আমরা সেই বৈষম্যহীন সমাজ গড়ব, এতে আমরা অঙ্গীকারবদ্ধ। এ দেশে এমন একটি সরকার দেশ চালাচ্ছিল যারা মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিল। মানুষের মুখে একটি অদৃশ্য তালা ঝুলিয়ে দিয়েছিল। জনগণ সভ্য থাকলেও আমাদের শাসকেরা সভ্য ছিল না। এ জন্য তারা জনগণকে সম্মান করতে পারেনি,ভালোবাসতে পারেনি, জনগণকে দেওয়া কথা তারা রাখতে পারেনি। জাতিকে দেওয়া একটি ওয়াদাও তারা বাস্তবায়ন করেনি। তারা ক্ষমতায় এসেছিল তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য। তারা দেশের জনগণের জন্য কিছুই দিতে পারেনি। দিয়েছে শুধু ছোপ ছোপ রক্ত এবং কাড়ি কাড়ি লাশ। দেশের এমন কোনো জনপথ নেই যেখানে তারা হত্যাকাণ্ড চালায়নি। এমনকি ক্ষমতার শেষ দিন পর্যন্ত এই হত্যাযজ্ঞ চালিয়ে তারা এই দেশ থেকে পালিয়ে গেছে।