জাহিদুল ইসলাম জাহিদ ঃ নীলফামারীর জলঢাকায় বুধবার ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ভেটেরিনারি দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন-মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জলঢাকা।
আজ দুপুরে উপজেলার মীরগঞ্জ হাটের চৌধুরী মার্কেট এর সামনে রুবেল ফার্মেসিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ফার্মেসি মালিক ভ্রাম্যমান আদালতে মাছ ও গরুর খাদ্য বিক্রয়ের লাইসেন্স দেখাতে ব্যর্থ হয় এবং সেই সাথে তার দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখার অপরাধে মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ২০ ধারায় তাকে জরিমানা করা হয়। এসময় আদালত তাকে দ্রুত সময়ের মধ্যে খাদ্য বিক্রয়ের লাইসেন্স করার তাগিদ দেন এবং ভবিষ্যতে তার দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে সতর্ক করেন।