মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজঃ শিক্ষকদের টানা ১০ দিনের আন্দোলনের মুখে অবশেষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার শিক্ষামন্ত্রণালয়ে আন্দোলনরত শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকের পর এই ঘোষণা দেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই ঘোষণার পর ৩০ জুন পর্যন্ত আলটিমেটাম দিয়ে চলমান কর্মসূচি প্রত্যাহার করেছেন মাদরাসা শিক্ষকরা।
দেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সমূহ পর্যায়ক্রমে জাতীয়করনের ঘোষনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ প্রতিনিধি মাসুূুদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর ফলে ইবতেদায়ী মাদরাসা সমূহের দীর্ঘ চল্লিশ বছরের বঞ্চনার অবসান হতে যাচ্ছে। বর্তমান সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশের আলেম সমাজ ও ইবতেদায়ী মাদরাসায় কর্মরত লক্ষাধিক শিক্ষক শিক্ষিকা। এর ফলে দেশের শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সচেতন মহল।