Monday, January 27, 2025

ঐক্যবদ্ধ থাকতে হবে, ফ্যাসিবাদ যাতে ফিরে আসতে না পারে

 


তিস্তা নিউজ ডেস্ক ঃ অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ৫ আগস্টের সমস্ত শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে জুলাইয়ের গণহত্যাকারী ও অপরাধীদের বিচার করা।

আদিলুর রহমান খান বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের কল্যাণে জুলাই স্মৃতি ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যেভাবে মুক্তিযোদ্ধাদের দায়িত্ব নিয়েছে, সেভাবে জুলাই শহীদদেরও দায়িত্ব নিবে। সকল শহীদ পরিবারকে ভাতা দেওয়া হবে।

রোববার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের সাথে সাক্ষাৎ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সভায় মুন্সীগঞ্জ জেলায় ১৫ জন শহীদের পরিচয় ও তথ্য তুলে ধরেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। এসময় শহীদদের পিতা-মাতা ও ভাই-বোন নিহতদের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং গণহত্যাকারীদের দ্রুত বিচার দাবি জানান।


সূত্র ঃ দৈনিক আমারদেশ।

শেয়ার করুন