Sunday, January 12, 2025

স্থানীয় সরকার ভোট এখন করা যায় : নাগরিক কমিটি

 


তিস্তা নিউজ ডেস্ক ঃ গণঅভ্যুত্থানের পর স্থানীয় সরকার কাঠামো ভেঙে পড়ায় নাগরিকরা সেবা বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য আলাউদ্দিন মোহাম্মদ। তার ভাষ্যে, এখন স্থানীয় সরকার নির্বাচনের পরিস্থিতি আছে। গতকাল শনিবার ঢাকার বাংলামোটরে কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে আলাউদ্দিন বলেন, নাগরিকরা ন্যূনতম সেবা পাচ্ছে না। স্থানীয় সরকার কাঠামো একেবারে ভেঙে পড়েছে। এটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের পক্ষ থেকে (স্থানীয় সরকার) নির্বাচনের প্রস্তুতি আছে বলে আমরা জেনেছি। জাতীয় নাগরিক কমিটিও মনে করে, জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন তার সক্ষমতার পরিচয় দিতে স্থানীয় পর্যায়ের প্রতিনিধিদেরকে জাতীয় রাজনীতির সাথে আলাদা করে বিবেচনা করে একটি শক্তিশালী স্থানীয় সরকার গঠন করার জন্য একটি নির্বাচন দরকার।



শেয়ার করুন