তিস্তা নিউজ ডেস্ক ঃ গত বছরের জুলাই ও আগস্টে স্বৈরাচারী আওয়ামী সরকারের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান ঘটায় ছাত্র-জনতা। জনতার ন্যায্য দাবি নিয়ে আন্দোলনে নামেন এবং সরকার পতন পর্যন্ত বড় ভূমিকা পালন করেন গণমাধ্যমকর্মীরা। ওই আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকজন সাংবাদিক শহীদ হয়েছেন।
কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে প্রিয়জন হারানো এসব সাংবাদিক পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ।
শহীদ পাঁচ সাংবাদিকের পরিবারকে এক কোটি টাকা সহায়তার ঘোষণা দিয়েছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এ ছাড়া বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শহীদ প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, ‘কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে সবার প্রতি আমার শুভেচ্ছা। আজকে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।