Sunday, January 12, 2025

জলঢাকায় ইউপি চেয়ারম্যান মুকুল সহ আ'লীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ

নীলফামারীর জলঢাকায় আ'লীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌর শাখাসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে পেট্রোল পাম্প মোড় বিএনপির অস্থায়ী কার্যালয় হতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে সমাবেশ করে। পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম বাঙালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তৃতা করেন,

পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভুট্টু।

সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম বলেন, গত ১৩ সেপ্টেম্বর খুনি হাসিনা ও আওয়ামী দোসর সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল এবং সাবেক এমপি গোলাম মোস্তফা গংদের নেতৃত্বে ডাউয়াবাড়ী ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, নেতাকর্মীদের উপর নির্যাতনের মামলার আসামীদের দ্রুত গ্রেফতার, মামলার সুষ্ঠ তদন্ত এবং বিচারের দাবি জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজুল ইসলাম সেবু চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এটিএম আউয়াল বিএসসি, কৈমারী ইউনিয়ন বিএনপির সভাপতি কোহিনুজ্জামান লিটন, খুটামারা ইউনিয়ন বিএনপি সভাপতি আমিন, গোলমুন্ডা ইউনিয়ন সভাপতি রেজাউল করিম ও ডাউয়াবাড়ী ইউনিয়ন সভাপতি রোকনুজ্জামান সেলিম।


শেয়ার করুন