Sunday, January 19, 2025

জলঢাকা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন সহকারি অধ্যাপক সেলিমুর রহমান

 

মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজ ঃ

জলঢাকা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন একই কলেজের সহকারি অধ্যাপক জনাব সেলিমুর রহমান। সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব আকবর আলী প্রাক অবসর ছুটি (এলপিআর) এ যাওয়ায় জৈষ্ঠ্য শিক্ষক হিসাবে জনাব সেলিমুর রহমান এই দায়িত্ব পান বলে কলেজ সুত্রে জানা যায়।

জনাব সেলিমুর রহমান ২০০২ সালে জলঢাকা কলেজে সমাজ বিজ্ঞানের প্রভাষক হিসাবে যোগদান করেন। ২০১৮ সালে জলঢাকা কলেজ সরকারি কলেজ হিসাবে অধিভুক্ত হয় এবং জনাব সেলিমুর রহমান সহকারি অধ্যাপক হিসেবে গেজেটভুক্ত হন।

জনাব সেলিমুর রহমান একজন অভিজ্ঞ শিক্ষক এবং দক্ষ প্রশাসক (তিনি শিক্ষকদের সংগঠন কালব এর সভাপতি) হিসাবে জলঢাকা কলেজকে এই অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে সক্ষম হবেন বলেই সচেতন মহল আশা করছে।


শেয়ার করুন