Tuesday, January 28, 2025

জলঢাকায়, মানবাধিকার "ইসলামী দৃষ্টিকোণ" শীর্ষক আলোচনা সভা

  


জাহিদুল ইসলাম জাহিদ জলঢাকা ঃ ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সবার মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। মানব রচিত কোন মতবাদ দিয়ে মানব জীবনের কোন অধিকার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। 

নীলফামারীর জলঢাকায় "পেশাজীবী পরিষদ" জলঢাকা পৌরসভার উদ্যোগে মানবাধিকার "ইসলামী দৃষ্টিকোণ" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্থানীয় মন্নু ইকো পার্কের হলরুমে সংগঠনটির সভাপতি হাবিবুর রহমান লিখন এর সভাপতিত্বে ও শায়খ ইসমাঈল হোসেন এর সঞ্চালনায়  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ খায়রুল আনাম। প্রধান আলোচক হিসেবে কোরআন হাদিসের আলোকে মানবাধিকার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, বিশিষ্ট ইসলামি আলোচক অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, সভাপতি রাবেয়া চৌধুরী মহিলা কলেজ, মোঃ মোখলেছুর রহমান সভাপতি, আইডিয়াল কলেজ, মোঃ কামারুজ্জামান সভাপতি প্রেস ক্লাব জলঢাকা, মোয়াম্মার আল হাসান সভাপতি, মীরগঞ্জ হাট ডিগ্রি কলেজ, মাওলানা মোজাম্মেল হক সহকারী শিক্ষক প্রমূখ। আলোচনা সভায় তিনশ'র অধিক পেশাজীবী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন