ডিমলা প্রতিনিধি ঃ নীলফামারীর ডিমলায়
বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার উদ্যোগে আজ শনিবার শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও নীলফামারী জেলা শাখার সম্মানীয় আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগরীর শুরা সদস্য বিশিষ্ট ব্যাংকার জনাব মাওলানা ফরিদুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপজেলা নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দীর্ঘ ১৬ বছরের জুলুমশাহীর হাত থেকে প্রিয় জন্মভূমি কে আল্লাহ রক্ষা করেছেন, দেশের মানুষ স্বৈরাচারদের কবল থেকে মুক্ত হয়েছে। এদেশের ছাত্র - জনতা অপ্রতিরোধ্য আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টদের বিতাড়িত করেছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। নতুন করে জন্মভূমি জেন ফ্যাসিজমের দিকে ধাবিত না হয় সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে অসহায়, সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের তাদের প্রাপ্য অধিকার পৌঁছে দেয়া হবে ইনশাআল্লাহ।
আগামীর পার্লামেন্টে যাতে ইসলাম প্রিয় লোকজন যেতে পারে এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।