বদিউজ্জামান জলঢাকা ঃ নীলফামারীর জলঢাকা পৌরসভার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে আগামী ২৫-২৬ সেশনের জন্য আতাউর রহমান সভাপতি ও নুর ইসলাম সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। এছাড়াও ৫১ সদস্য বিশিষ্ট পৌরসভা নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন এর জেলা সভাপতি ও কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান জুয়েল প্রধান অতিথি থেকে কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। পৌর শহরের প্রান কেন্দ্র ট্রাফিক মোড়ে শনিবার রাত আটটা থেকে সম্মেলন শুরু হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি রেজাউল ইসলাম এর সভাপতিত্বে ও মাজেদুল ইসলাম বুলবুল এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগরীর সাবেক সেক্রেটারি ওবায়দুল্লাহ সালাফী, জেলা প্রচার সেক্রেটারি ছাদের হোসেন, উপজেলা আমীর মোখলেছুর রহমান, নায়েবে আমীর আলহাজ্ব কামারুজ্জামান, সেক্রেটারি মোয়াম্মার আল হাসান,সহঃ সেক্রেটারি মুজাহিদ মাসুম, পৌরসভার আমীর মাওলানা মোজাম্মেল হোসেন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।