Thursday, January 30, 2025

নীলফামারী আইনজীবি সমিতির নির্বাচনে জামায়াত নেতা ফারুক সভাপতি বিএনপির মাসুদ সেক্রেটারী নির্বাচিত


নীলফামারী প্রতিনিধি ঃ নীলফামারী আইনজীবি সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করেন নির্বাচন পরিচালনা কমিটি কমিশনার এ্যাডভোকেট নুরুল জাকি স্ট্যালিন।

নির্বাচনে আল ফারুক আব্দুল লতীফ ৯৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির আবু মোহাম্মদ সোয়েম পান ৮৩ ভোট। আল মাসুদ চৌধূরী ১১৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ সমর্থিত কামারুজ্জামান শাসন পান ৬৬ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক পদে হাসনেন ইমাম সোহেল, সহ-সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা সজীব, কোষাধ্যক্ষ পদে আসাদুজ্জামান খাঁন রিনো, লাইব্রেরী সম্পাদক পদে আনিছুর রহমান আযাদ ও ধর্ম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে হুজুর আলী নির্বাচিত হয়।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। মোট ২২১টি ভোটারের মধ্যে ভোট পড়ে ২১৬টি।


শেয়ার করুন