তিস্তা নিউজ ডেস্ক ঃ আগামী ১৮ জানুয়ারি (শনিবার) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী।
সংবাদ সম্মেলনে জানানো হয়- সম্মেলন উপলক্ষ্যে সকাল নয়টায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামাতের আমির ড. শফিকুর রহমান। এ সম্মেলনসহ আরো কিছু কর্মসূচি অনুষ্ঠিত হবে। দুপুরে চিকিৎসক সমাবেশ এবং বিকেল ৩টায় মহিলা সদস্য সমাবেশ অনুষ্ঠিত হবে। একইদিন বাদ মাগরিব ব্যবসায়ীদের নিয়ে রাজশাহী চেম্বার ভবনে সমাবেশ অনুষ্ঠিত হবে।