Wednesday, January 15, 2025

ম্যাচ অনিশ্চয়তার মধ্যেই নারী ফুটবলারদের ক্যাম্প শুরু

 তিস্তা নিউজ ডেস্ক ঃ প্রায় দুই মাস ছুটি কাটিয়ে ক্যাম্পে ফিরতে শুরু করেছেন জাতীয় নারী দলের ফুটবলাররা। খেলা না থাকায় নভেম্বরের তৃতীয় সপ্তাহে সাবিনা-মারিয়াদের অনির্দিষ্টকালের জন্য ছুটি দিয়েছিল বাফুফে। অনির্দিষ্ট সময়কে নির্দিষ্ট করে বুধবার (১৫ জানুয়ারি) ক্যাম্পে ফেরার নোটিশ করেছিল বাফুফে। যোগ দেওয়ার নির্ধারিত দিনে ১৩জন ক্যাম্পে উঠেছেন বলে বুধবার জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

বুধবার রাতের মধ্যেই বেশিরভাগ ফুটবলারের ক্যাম্পে যোগ দেওয়ার কথা। অধিনায়ক সাবিনা খাতুনসহ কয়েকজন ছুটি বাড়িয়েছেন। সোমবারের মধ্যে সবাইকে ক্যাম্পে পাওয়া যাবে বলে মনে করছেন বাফুফে সাধারণ সম্পাদক।

সিনিয়রদের ক্যাম্পে ডাকার কারণ ছিল ফেব্রুয়ারিতে ফিফা প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা। দল না পাওয়ায় আগামী মাসের উইন্ডোতে ম্যাচ খেলা হচ্ছে না জাতীয় দলের। এখন বাফুফের চোখ মার্চ উইন্ডোতে

সাধারণ সম্পাদক জানিয়েছেন, ‘১৩টি দেশের সঙ্গে তারা যোগাযোগ করছেন। কেমন সাড়া পাওয়া যায় তা দেখে বাফুফে শর্টলিস্ট করে দল চূড়ান্ত করবে। ৩১ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলার সুযোগ আছে।’

শেয়ার করুন