Wednesday, January 15, 2025

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় বাসে যাবেন যেভাবে



 তিস্তা নিউজ ডেস্ক ঃ সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় খুব সহজেই বাসে যাওয়া যায়। কম খরচ ও আরামদায়ক ভ্রমণের জন্য এই রুট জনপ্রিয় হচ্ছে।
 সিঙ্গাপুরের বিচ রোডের গোল্ডেন মাইল টাওয়ার থেকে আমরা স্টার মার্ট এক্সপ্রেসে মালয়েশিয়ার বুর্জ টাইমস স্কায়ারে গিয়েছিলাম। গোল্ডেন মাইল টাওয়ার থেকে প্রতি ঘণ্টায় মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়।

যাত্রাপথ এবং খরচ আপনার পছন্দমতো নির্বাচন করতে পারবেন। স্টার মার্ট এক্সপ্রেস বেশ জনপ্রিয় বাস সার্ভিস। যা বেশ আরামদায়ক এবং নির্ভরযোগ্য।
গোল্ডেন মাইল টাওয়ার নিচতলায় অবস্থিত কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারেন। তবে আমরা টিকিট সংগ্রহ করেছিলাম ইজিবুক ডট কম থেকে (www.easybook.com)। বছরজুড়ে এখানে নানা রকম অফার চলে। ফলে বাসের টিকিট সংগ্রহে ভালো ডিসকাউন্ট পাওয়া যায়।

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য ইজিবুক থেকে টিকিট সংগ্রহ করতে আমাদের জনপ্রতি খরচ হয়েছে ২৬ ইউএস ডলার। তবে আপনি যদি যাওয়ার দিন সকালে টিকিট সংগ্রহ করেন তাহলে ১৫ ইউএস ডলারেও পেতে পারেন। বাসের ৩-৪টি সিট খালি থাকলে টিকিটের দাম কমে যায়।

শেয়ার করুন