Sunday, February 23, 2025

আল্লাহর ভয় যার অন্তরে নেই তার কোনো মূল্য নেই :পীর ছাহেব চরমোনাই

 


তিস্তা নিউজ ডেস্ক ঃ লাখো মুসল্লির বুকফাঁটা কান্না ও আহাজারী নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে পানাহ চেয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে ঐতিহ্যবাহী চরমোনাই দরবার শরিফের ফাল্গুনের বার্ষিক ওয়াজ মাহফিল গতকাল শনিবার সকালে শেষ হয়েছে।

হজরত মাওলানা মুফতি সৈয়দ মুহম্মদ রেজাউল করীম পীর ছাহেব চরমোনাই সকাল সাড়ে ৮টায় মুরিদান ও মুসল্লিদের উদ্দেশ্যে বিদায়ী বয়ানে সকলকে কবরে গিয়ে মাফ না পাওয়া পর্যন্ত নিজেকে সবচেয়ে নিকৃষ্ট ভাবার তাগিদ দেন। তিনি বলেন, আমরা আল্লাহকে ভুলে অহরহ নাফারমানী করছি। তিনি সকলকে মহান রবের সন্তুষ্টি অর্জন করে কবরে যাবার প্রস্তুতি গ্রহণেরও আহ্বান জানান। পীর ছাহেব চরমোনাই বলেন, যার অন্তরে আল্লাহর ভয় নেই, সে যেই হোন না কেন তার কোনো মূল্য নেই।

পীর ছাহেব চরমোনাই তাকুব্বরী ও আমিত্ব ভাব ত্যাগ করে মহান আল্লাহ ও রাসূলের পথ অনুসরণেরও আহ্বান জানান। তিনি সকলকে হিংসা বিদ্বেষ পরিত্যাগসহ রাগের মুখেও লাগাম টানার তাগিদ দিয়ে বলেন, ঘোড়ার মুখে যেভাবে লাগাম থাকে, সেভাবে রাগের মুখেও লাগাম টানুন। পীর ছাহেব চরমোনাই তার বিদায়ী বয়ানে মহান আল্লাহ রাব্বুল আল আমীনের রাজি খুশির জন্য সর্বদা সজাগ থাকার আহ্বান জানিয়ে এ লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।


বিদায়ী বয়ানের পরে হজরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর ছাহেব চরমোনাই লাখ লাখ মুসল্লিয়ানসহ মহান আল্লাহ রাব্বুল আল আমীনের দরবারে হাত তোলেন। প্রায় ৩০ মিনিটের আখেরি মোনাজাতে পীর ছাহেব ফিলিস্তিনসহ সারা বিশে^র নির্যাতিত মুসলমানদের জন্য মহান আল্লাহ রাব্বুল আল আমীনের রহমত কামনা করেন। পীর ছাহেব মুসলিম উম্মাহসহ দেশবাসীর শান্তি সমৃদ্ধির জন্যও আল্লাহপাকের দয়া চেয়ে বারবার আর্জি জানান।

গত বুধবার বাদ জোহর পীর ছাহেবের উদ্বোধনী বয়ানের মাধ্যমে এবারের ফাল্গুনের বার্ষিক মাহফিলের সূচনা হয়। মূল ৭টি বয়ানে পীর ছাহেবসহ দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ ওয়াজ নসিহত করেন। এছাড়া সউদী আরব, পাকিস্তান, মিশর, আফগানিস্তান, তুরস্ক, ইন্দোনেশীয়া, মালয়েশিয়া ও ভারতের বিশিষ্ট ওলামায়ে কেরমগণও এবারের মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান করেন।

আখেরি মোনাজাত শেষে লাখ লাখ মুসল্লিয়ান সড়ক ও নৌপথে যার যার গন্তব্যে ফিরতে শুরু করেছেন। বরিশাল-ফরিদপুর-ঢাকা, বরিশাল-খুলনা ও বরিশাল-পটুয়াখলী জাতীয় মহাসড়কগুলোতে বাড়তি যানবাহনে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।


সূত্রঃ দৈনিক ইনকিলাব।

শেয়ার করুন