Monday, February 24, 2025

কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা



তিস্তা নিউজ ডেস্ক ঃ কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানিয়েছে আইএসপিআর।এ হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি। এছাড়া দুর্বৃত্তরা কেন হামলা চালিয়েছে তার কারণও জানা যায়নি।

সূত্রঃ দৈনিক যুগান্তর।


শেয়ার করুন