Tuesday, February 25, 2025

২৮ ফেব্রুয়ারি আসছে ছাত্র -জনতার নতুন দল।

 


তিস্তা নিউজ ডেস্ক ঃ জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার আত্মপ্রকাশ করবে। সেদিন বেলা তিনটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে জনসমাবেশে নতুন দলের ঘোষণা করা হবে। গতকাল সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

সমন্বয়ক হান্নান মাসউদের পরিচালনায় সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা ও প্রেক্ষাপট তুলে ধরেন আরিফ সোমেল এবং নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, নতুন দলের বিষয়ে গত ১০ দিন জনমত জরিপ করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি থেকে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শিরোনামে এই জনমত জরিপে ২ লক্ষাধিক মানুষ অংশ গ্রহণ করেছেন। অনলাইনের পাশাপাশি জেলায় জেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত (প্রশ্নোত্তর) সংগ্রহ করা হয়েছে। আখতার হোসেন বলেন, আমরা আত্মপ্রকাশের দিন আহ্বায়ক কমিটি ঘোষণা করবো। যেটি আমাদের সর্বোচ্চ ফোরামে আলাপ-আলোচনা ও ঐক্যমত্যের ভিত্তিতে গঠন করা হয়েছে। কিন্তু আগামী দিনে আমাদের নেতৃত্ব নির্ধারণ হবে পার্টির গঠনতন্ত্রের আলোকে নির্বাচনের মাধ্যমে।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত মহান জাতীয় সংসদে জনগণের আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটেনি। সেখানে ব্যক্তি স্বার্থ ও আশা-আকাক্সক্ষার প্রাধান্য পেয়েছে। যার মাধ্যমে এ দেশে স্বৈরতন্ত্র কায়েম হয়েছে। তাই আমরা সেই জাতীয় সংসদকে সামনে রেখে আমাদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে চাই। ২৪ শের বিপ্লবের প্রত্যাশাকে সামনে রেখে জনগণের আশা অকাক্সক্ষার প্রতিফলন ঘটানোর শপথ নিতে চাই।

তিনি বলেন, আমরা চাই নতুন বাংলাদেশে ব্যক্তি, গোষ্ঠী ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থ প্রাধান্য পাবে। তিনি বলেন, আমাদের দলের আত্মপ্রকাশের দিনে বাংলাদেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই বিপ্লবের আহত, শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, বিভিন্ন জাতি গোষ্ঠী, ধর্মীয় প্রতিনিধি, প্রবাসী ও বিগত সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে লড়াই সংগ্রামে থাকা ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। আমরা আশা করছি এর মাধ্যমে বাংলাদেশে নবদিগন্তের উন্মোচন ঘটবে।


শেয়ার করুন