Thursday, February 27, 2025

চলছে প্রথম অধিবেশন বিএনপির বর্ধিত সভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিবেন খালেদা জিয়া



তিস্তা নিউজ ডেস্ক ঃ পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির বর্ধিত সভা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে এই সভা শুরু হয়। দুই অধিবেশনে হবে বর্ধিত সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিক নির্দে শনা দিবেন দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

এছাড়াও, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্যসচিবসহ প্রায় চার হাজার নেতাকর্মীর উপস্থিত থাকবেন বলে আশা আয়োজকদের।

জানা গেছে, বর্ধিত সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূল নেতাদের বক্তব্য শুনবেন এবং নতুন বার্তা দেবেন।

শোক প্রস্তাব দিয়ে বর্ধিত সভা শুরু হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ‘প্রথম বাংলাদেশ আমাদের শেষ বাংলাদেশ’ শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। এই প্রামাণ্যচিত্র তৈরি করেছে ‘বর্ধিত সভা বাস্তবায়ন মিডিয়া উপ-কমিটি’।

এছাড়া বর্ধিত সভা উপলক্ষে আমরা বিএনপি পরিবার ‘আস্থা’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেছে। এরপরে রুদ্ধদ্বার কর্ম অধিবেশন, যেখানে তৃণমূলের নেতৃবৃন্দের বক্তব্য দেবেন। পরে সমাপনীতে তারেক রহমান নীতিনির্ধারণীয় বক্তব্য দেবেন।


শেয়ার করুন