বুধবার বিকালে জেলার ডোমার উপজেলা জামায়াত আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, স্থানীয় সরকার প্রশাসকদের জনগণ তাদের প্রতিনিধি মনে করে না, তারা তাদের ঘুষের রেট বাড়িয়ে দিয়ে বেশি হয়রানি করছেন। বিগত আওয়ামী লীগের সময় তারা শালা, সমন্ধি আত্বীয়-স্বজন মিলে স্থানীয় নির্বাচনের নামে সবকিছু দখল করেছেন।
নারী সমাজের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ইসলাম ক্ষমতায় গেলে, নারীরা বেশি সুবিধা ভোগ করবে। আমরা ক্ষমতায় গেলে নারীরা মর্যাদা ও নিরাপত্তা পাবে। জামায়াত সম্পর্কে সুবিধাভোগীরা ভয় দেখিয়ে আসছে।
বেকারদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশে সুশিক্ষার পরিবর্তে কু-শিক্ষা দেয়া হয়। এ শিক্ষা মানুষ বানায় না, দক্ষ নাগরিক হিসাবে গড়ে তোলে না। তাই সার্টিফিকেটের বস্তা নিয়েও চাকরি মেলে না। আমরা ক্ষমতায় গেলে নৈতিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষ এমন শিক্ষা দেয়া হবে। যেদিন শিক্ষার পাট শেষ হবে সেদিন যোগ্যতানুযায়ী চাকরির অফার লেটার তাদের দেয়া হবে। আমরার কোন বেকার থাকতে দেব না।