Thursday, February 6, 2025

জলঢাকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 


জাহিদুল ইসলাম ও বদিউজ্জামান(জলঢাকা):

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের  ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারি) সকাল ১০ টায় স্থানীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে,জলঢাকার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে শহীদ আবু সাইদ চত্তরে এসে সমাবেশ করে সংগঠনটি । জেলা শিবিরের সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন  অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক, সাবেক জেলা সভাপতি জাহেনুর রহমান ও ওয়াহিদুজ্জামান (বাবুল)। বক্তারা বিগত সরকারের সময়ে ছাত্র শিবিরের উপর জুলুম নির্যাতনের ইতিহাস তুলে ধরেন।  সভাপতির বক্তব্য রাখেন, নীলফামারী জেলা শিবিরের সভাপতি  তাজমুল হাসান সাগর এসময় জেলা ও উপজেলা নেতৃবৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন