তিস্তা নিউজ ডেস্ক ঃ পঞ্চগড়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। এ নিয়ে গত ৫ দিনে দলটি ও এর অঙ্গসংগঠনের ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয় হতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন- পঞ্চগড় পৌর যুবলীগের সদস্য ও পঞ্চগড় সদরের রামের ডাংগা গ্রামের মৃত আহাদ আলীর ছেলে রবি (৪০), বেংহারী ইউপির ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি ইয়াছিন আলী (৪৩), দেবীগঞ্জের সুন্দরদিঘী ইউপি শাখার সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান (৩৯), মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি তসলিম উদ্দীন (৬০), আটোয়ারী থানার এফআইআরএ এবং তেঁতুলিয়া ইউপির আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আকবর আলী (৪৫)।