Tuesday, February 25, 2025

আবরারের খুনি জেমি কারাগার থেকে পালিয়েছেন : তোলপাড়



 তিস্তা নিউজ ডেস্ক ঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। তিনি দাবি করেছেন— ৫ আগস্টের পর এই ঘটনা ঘটেছে, তবে বিষয়টি সোমবার (২৪ ফেব্রুয়ারি) জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাসে আবরার ফাইয়াজ লিখেছেন, ‘আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি ৫ আগস্টের পর জেলখানা থেকে পালিয়ে গেছে। তবে আমাদের আজকে জানানো হয়েছে, যখন তার আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেননি।’

 তিনি আরও জানান, ‘ফাঁসির আসামি কনডেমন সেলে থাকার কথা, তাহলে সে পালাল কীভাবে? এবং পালানোর পরও বিষয়টি প্রকাশ না হওয়া থেকেই প্রমাণিত হয়, তাকে ধরতে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। এর আগেও আরও তিনজন আসামি পালিয়ে গেছে।’

এদিকে, রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানিয়েছে, মুনতাসির আল জেমি গত ৬ আগস্ট কারাগার থেকে পালিয়ে গেছেন।



শেয়ার করুন