Friday, February 21, 2025

মাগরিবের নামাজে প্রথম বৈঠক না করে ইমাম সাহেবের দাঁড়িয়ে যাওয়া প্রসঙ্গে।



প্রশ্ন : মাগরিবের নামাজের দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব বৈঠক না করে দাঁড়িয়ে যান। এমনভাবে দাঁড়ান যে, তাহরিমা বেধে ফেলেছেন। কিন্তু মুক্তাদিদের লুকমার পর আবার বসে যান। উল্লেখ্য যে দাঁড়ানোর উপক্রম বেশি ছিলো বলতে গেলে পুরোটাই দাঁড়িয়ে গেছে। পরে তৃতীয় রাকাতে সাহু সেজদা দিয়ে নামাজ শেষ করেন। এই অবস্থায় কি নামাজ সহিহ হয়েছে?

উত্তর : হয়েছে। জামাত বা নামাজ চলনসই পরিমাণ হয়ে গেলে, ওয়াক্ত এবং মুসল্লীগন চলে গেলে পরে আবার নামাজ হয়েছে কি না তালাশ করা ঠিক না। যদি না হয়ে থাকে, তাহলে সাথে সাথেই জামাত ও নামাজ দোহরাতে হবে। যদি এ বিষয়ে মুসল্লীরা তাৎক্ষনিক কিছু সমাধান না পান, তাহলে এর দায় দায়িত্ব ইমাম সাহেবের। তিনি যা ভালো মনে করেছেন, তা করেছেন। এ নিয়ে পরে কথা বলা ঠিক নয়।



উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী


শেয়ার করুন