Thursday, February 20, 2025

মধ্যরাতে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুই সন্ত্রাসীর মৃত্যু



তিস্তা নিউজ ডেস্ক ঃ রাজধানীর মোহাম্মদপুরে মধ্যরাতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই সন্ত্রাসী নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ১টার দিকে মোহাম্মদপুরের বসিলা ৪০ ফিট এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, রাতে ওই এলাকায় যৌথবাহিনীর নিয়মিত টহলের সময় হঠাৎ তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালায়। যৌথবাহিনী পাল্টা গুলি চালালে দুই সন্ত্রাসী নিহত হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার বলেন, ‘বসিলায় যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত বলতে পারছি না।’


শেয়ার করুন